মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে দোকান থেকে চুরি হওয়া নগদ টাকা, চোরাই কাজে ব্যবহৃত বোরকাসহ সাইফুল ইসলাম (২৫) নামে এক আসামিকে শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার মাধবপাশা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
এসময় মাধবপাশা গ্রামে অবস্থিত আসামির বসতঘরের খাটের নিচে মাটির গর্তের ভেতর থেকে একটি প্লাস্টিকের বক্সের ভেতরে রক্ষিত অবস্থায় বাদির চোরাই হওয়া নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করা হয় এবং একই গ্রামের রাসেল নামের এক জনৈক ব্যক্তির মালিকানাধীন পুকুর থেকে চোরাই কাজে ব্যবহৃত ১টি কালো রংয়ের বোরকা উদ্ধার করা হয়।
এমন তথ্য জানিয়েছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়। শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ১০ টা থেকে রাত ১১টা ১৫ মিনিটের মধ্যে শ্রীমঙ্গল থানাধীন ২নং ভুনবীর ইউপির অন্তর্গত সাতগাঁও বাজারে মোঃ আব্দুস সোবহান এর মালিকানাধীন সাতগাঁও টেলিকম নামক দোকান থেকে অজ্ঞাতনামা চোরেরা নগদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
এ ঘটনার প্রেক্ষিতে শ্রীমঙ্গল থানায় একটি চুরি মামলা রুজু হয়। মামলা রুজুর পর শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়ের সার্বিক তত্বাবধানে এবং শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এর সার্বিক সহায়তায় মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ শহিদুল ইসলাম অন্যান্য অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলায় অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সহিত জড়িত সন্দেহে আসামি সাইফুল ইসলাম-কে আজ দুপুরে গ্রেফতার করেন।
আসামি সাইফুল ইসলাম মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের মাধবপাশা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। আসামি সাইফুল ইসলামকে চুরির ঘটনার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আসামি সাইফুল ইসলাম এর দেওয়া তথ্য মতে অদ্য আজ বেলা দেড়টার সময় তার বসতঘরের খাটের নিচে মাটির গর্তের ভেতর থেকে একটি প্লাস্টিকের বক্সের ভেতর রক্ষিত অবস্থায় বাদির চোরাই হওয়া নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করা হয়। এরপর আসামি সাইফুল এর দেয়া তথ্য মতে মাধবপাশা গ্রামে জনৈক রাসেলের মালিকানাধীন পুকুর থেকে চোরাই কাজে ব্যবহৃত ১টি কালো রংয়ের বোরকা উদ্ধার করা হয়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় শুক্রবার (৫ জানুয়ারি) বিকেল ৪টায় মুঠোফোনে আসামি গ্রেফতার ও টাকা এবং বোরকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি দোকানে চুরির ঘটনার দিন সিসি ক্যামেরা থেকে তার চেহারাকে ঢাকতে কালো রংয়ের একটি বোরকা পড়ে দোকানে চুরি করে। চুরির মামলার রুজুর পর থেকে আমরা চোরকে ধরতে চেষ্টা করেছি। আজ গোপন একটি সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।
সর্বশেষ আপডেট: ৫ জানুয়ারী ২০২৪, ২০:১০
পাঠকের মন্তব্য