প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারে র্যালি,আলোচনা সভা ও মেলার মধ্য দিয়ে প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্হান ও জনশক্তি অফিসের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র্যালী বের হয়। এতে প্রবাসী সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্টানের প্রতিনিধি, প্রশিক্ষনার্থী ও রেমিটেন্সযোদ্ধারা অংশগ্রহন করেন।
পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে প্রবাসী মেলায় স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
মেলায় প্রবাসী সংশ্লিষ্ট সরকারী বেসরকারী প্রতিষ্টানের ১৫ টি ষ্টল বসে।
এরপর অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্হান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, রেমিটেন্স প্রদানকারির পক্ষে বক্তব্য রাখেন, যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন,ইসলামী ব্যাকের ম্যানেজার সহ প্রমুখ ।
এ সময় বক্তরা বিদেশগামীদের কারিগরী শিক্ষা ও ভাষা শিক্ষা অর্জন এবং প্রবাসীদের বৈধ পথে দেশে টাকা পাঠানোর উপর জোর দেন। পরে ২২-২৩ অর্থবছরে জেলায় সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী ১ জন পুরুষ, ১ জন নারী ও ১ টি ব্যাংককে পুরস্কৃত করা হয়।
সর্বশেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩, ১৭:২০
পাঠকের মন্তব্য