বোরো আবাদের সুবিধায় মনু ব্যারেজের গেট বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধিঃ

আসন্ন বোরো মৌসুমকে সামনে রেখে আজ রবিবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার জেলা এর আয়োজনে মাতারকাপন মনুব্যারেজে মনুনদী সেচ প্রকল্পের আওতাধীন মনু ব্যারেজের গেট বন্ধকরনের মাধ্যমে সেচ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এ সময় তিনি বলেন আসন্ন বোরো মৌসুমে যাতে কৃষকরা পানির সংকটে না পড়েন সেজন্য পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে মনুনদীর গেইট বন্ধ করা হলো। এর ফলে উজানের দিকে ক্যানেলের মাধ্যমে আটটি ইউয়িনে বোরো জমিতে সেচ দিতে পারবেন চাষিরা।বোরো চাষের ফসল উৎপাদন বাড়বে।

এরপর জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম সুইচ টিপে মনু ব্যারেজের গেট বন্ধকরনের শুভ উদ্বোধন করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলার প্রশাসক ( রাজস্ব) আব্দুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার, সদর উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) সাদিয়া সুলতানা,পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার জেলার নিবার্হী প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল, উপ-প্রধান সম্প্রসারন কর্মকর্তা ইসরাত আফরিন সোনিয়া প্রমূখ।

স্থানীয় উপকারভোগী কৃষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩, ০২:৩৩
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও