বড়লেখায় কোয়াব এসোসিয়েশনের মাধ্যমে ক্রিকেটের সকল অসুবিধা দূর করবো: পরিবেশমন্ত্রী

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
মৌলভীবাজার প্রতিনিধিঃ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, এই ক্রিকেট খেলার মাধ্যমে আমরা বিশ্ব জয় করতে চাই, বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই সে লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। আমাদের বড়লেখার কোয়াবের সদস্যদের মধ্যে থেকে যখন যারা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে তখন আমরা গর্বিত হবো। কাঠালতলীর এবাদত হোসেন যখন জাতীয় দলে খেলে তখন আমরা গর্ববোধ করি। কোয়াব এসোসিয়েশন তুমাদের যেভাবে পৃষ্টপোষকতা করে যাচ্ছে আমরা আশা করছি তুমাদের মধ্যে থেকে শত শত এবাদত সৃষ্টি হবে। 

শুক্রবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখায় পি.সি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব কোয়াব বড়লেখা’র আয়োজনে জাহেদ এন্ড তারেক প্রাইজমানি ক্রিকেট লীগের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, কোয়াব এসোসিয়েশনের মাধ্যমে বড়লেখার ক্রিকেটের সকল অসুবিধা দূর করার চেষ্টা করবো এবং কোয়াব এসোসিয়েশনকে আরোও সম্মৃদ্ধ করবো।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশ অব কোয়াবের আয়োজনে জাহেদ এন্ড তারেক প্রাইজমানি ক্রিকেট লীগ ২০২৩-২৪ শুভ উদ্বোধন অনুষ্ঠানে কোয়াব সভাপতি ও ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বাদশা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ছায়দুল ইসলাম, সিপিএ’র প্রতিষ্ঠাকালীন সভাপতি লুৎফুর রহমান চুন্নু।

এসময় জাহেদ এন্ড তারেক প্রাইজমানি ক্রিকেট লীগ ২০২৩-২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান, কোয়াব সহ-সভাপতি জালাল আহমদ, অতিরিক্ত সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, কোয়াবের প্রচার সম্পাদক রাসেল সাইফ, পৌর ছাত্রলীগের সভাপতি আলী হোসেন, কোয়াবের অন্যান্য সদস্যসহ বিভিন্ন ক্লাবের ক্রিকেটারবৃন্দ।

সর্বশেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৩, ২৩:৫৩
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও