বাংলাদেশ ব্যাংক এর জরুরি বিজ্ঞপ্তিত অবৈধ মানি এক্সচেঞ্জের সঙ্গে লেনদেন ও দোকান ভাড়া না দেয়ার নির্দেশ

ফাইল ছবি
ফাইল ছবি
মুক্তিবাণী অনলাইন ডেক্স :

বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় আর্থিক ও আইনগত ঝুঁকি এড়াতে অবৈধ মানি চেঞ্জারের সঙ্গে যেকোনো প্রকার লেনদেন না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া দোকান ভাড়া চুক্তি না করতে সতর্ক করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধ মানি চেঞ্জার ব্যবসার সঙ্গে জড়িত বলে বিভিন্ন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক বৈধ মানি এক্সচেঞ্জের অনুমতি প্রদান করে। সবার সচেতনতার লক্ষ্যে অনুমোদিত মানি চেঞ্জার প্রতিষ্ঠানের হালনাগাদ তালিকা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রদর্শিত হচ্ছে।

এমন অবস্থায়, সম্ভাব্য আর্থিক ও আইনগত ঝুঁকি এড়াতে অবৈধ মানি চেঞ্জারের সঙ্গে যেকোনো ধরনের লেনদেন, দোকান ভাড়া চুক্তি সম্পাদন ইত্যাদি হতে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা যাচ্ছে।

সর্বশেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩, ১৫:৩২
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও