গাবতলীতে জমি জবর দখলের চেষ্টা॥ থানায় অভিযোগ !

ফাইল ছবি
ফাইল ছবি
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ॥

বগুড়ার গাবতলীতে ৪শতক ধানী জমি জবর দখলের চেষ্টার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নাড়–য়ামালা ইউনিয়নের মেন্দিপুর গ্রামে।

থানায় অভিযোগসূত্রে জানা গেছে, উল্লেখিত মেন্দিপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে আলাউল ইসলাম (৪০) বিগত ২০২২সালের ১৯জুলাই নাড়–য়ামালা মৌজায় ৪শতক ধানী জমি ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। কিন্তু ৬ডিসেম্বর সকালে একই গ্রামের

কতিপয় ব্যক্তি অবৈধভাবে ওই জমির মালিকানা দাবী করে বিভিন্ন ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক ক্রয়কৃত ওই ৪শতক ধানীজমি জবর দখলের অপচেষ্টা চালায়।

এ সময় আলাউল বাধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী আলাউল বাদী হয়ে একই গ্রামের সুলতানা বেগম (৪০), নুর আলম ও মাহমুদা খাতুনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ ব্যাপারে অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা মডেল থানার এএসআই সাইফুল জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ আপডেট: ৭ ডিসেম্বর ২০২৩, ০১:৫৯
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও