শ্রীমঙ্গলে ডেঙ্গু সচেতনতা বিষয়ক বুকলেট, মশারি ও স্প্রে বিতরণ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
মৌলভীবাজার প্রতিনিধি ॥

শ্রীমঙ্গলে সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় হতদরিদ্রদের মাঝে সচেতনতামুলক বুকলেট, মশারি ও স্প্রে বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় শহরের হবিগঞ্জ রোডস্থ ব্যাংক ভবনে আনুষ্ঠানিক ভাবে এসব বুকলেট, মশারি ও স্প্রে বিতরণ করা হয়। 

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোহাম্মদ নিজামূল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিলেট জোন প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর (অব:) সাইফ আল-আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডেঙ্গু প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে আহবান জানান এবং ডেঙ্গু প্রতিরোধে করনীয় বিষয়ে বক্তব্য রাখেন। পরে তিনি আগত হতদরিদ্রদের মাঝে ডেঙ্গু সচেতনতামুলক বুকলেট, মশারি ও স্প্রে বিতরণ করেন। এছাড়াও শ্রীমঙ্গলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এরোসল স্প্রে বিতরণ করা হয়। এ সময় ব্যাংকের ম্যানেজার (অপারেশন) খন্দকার আনোয়ার মাসুমসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্ত্য ও স্টাফরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেট: ৫ ডিসেম্বর ২০২৩, ০২:৩৩
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও