গত বছরের তুলনায় ৮৩ লাখ কেজি চা বেশি উৎপাদন !

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
মৌলভীবাজার প্রতিনিধি ॥

দেশে গত অক্টোবর পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় ৮৩ লাখ ৭২ হাজার কেজি চা বেশি উৎপাদন হয়েছে। গত ২৮ নভেম্বর চা বোর্ডের মাসিক চা বুলেটিনে প্রকাশিত তথ্যে এ তথ্য জানা গেছে।

চা বোর্ড সুত্র জানায়, গত অক্টোবর পর্যন্ত দেশে চা উৎপাদিত হয়েছে ৮ কোটি ৩৫ লাখ ৮৩ হাজার কেজি। গত বছর (২০২২) অক্টোবর পর্যন্ত দেশে চা উৎপাদিত হয়েছিল ৭ কোটি ৫২ লাখ ১১ হাজার কেজি।

চা বোর্ড সুত্র জানায়, চলতি চা উৎপাদন মৌসুমে দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১০২ মিলিয়ন কেজি অর্থাৎ ১০ কোটি ২০ লাখ কেজি। চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত দেশে গত বছরের একই সময়ের তুলনায় ৮.৩৭২ মিলিয়ন কেজি অর্থাৎ ৮৩ লাখ ৭২ হাজার কেজি চা বেশী উৎপাদন হয়েছে। সূত্র আরও জানায়, চলতি বছর অক্টোবর পর্যন্ত দেশে ৮৩.৫৮৩ মিলিয়ন কেজি অর্থাৎ ৮ কোটি ৩৫ লাখ ৮৩ হাজার কেজি চা উৎপাদিত হয়েছে। গত বছর একই সময়ে দেশে চা উৎপাদিত হয়েছিল ৭৫.২১১ মিলিয়ন কেজি অর্থাৎ ৭ কোটি ৫২ লাখ ১১ হাজার কেজি। নভেম্বর-ডিসেম্বর দুই মাসে আর ১ কোটি ৮৪ লাখ ১৭ হাজার কেজি চা উৎপাদন করতে পারলেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

এতে ধারনা করা হচ্ছে, চলতি মৌসুমে চা উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এবং চা শিল্পে চা উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি করবে। এবার লক্ষ্যমাত্রা পুরন হলে দেশের চা শিল্পের ১৬৯ বছরের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি হবে। বর্তমান উৎপাদন থেকে সহজেই অনুমান করা হচ্ছে যে, চা উৎপাদনে নতুন রেকর্ডের পথে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ চা র্বোড সূত্র জানায়, চা শিল্পের উন্নয়নে ‘উন্নয়নের পথ নকশা: বাংলাদেশ চা শিল্প’ নামে মহাপরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যেমে ২০২৫ সালের মধ্যে দেশে চায়ের উৎপাদন ১৪০ মিলিয়ন কেজিতে উন্নীত করতে কাজ করছে বর্তমান সরকার।

সর্বশেষ আপডেট: ১ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৩
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও