১৩ দিনের ব্যবধানে শ্রীমঙ্গলে একটি বাসার ভেতর থেকে আরো একটি বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন ও স্হানীয় বন্যপ্রাণী ব্যবস্হাপনা বিভাগ।
বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ শ্রীমঙ্গল কার্যালয় সুত্র জানায়, উপজেলার রামনগর মণিপুরী পাড়ায় একটি বাসায় শঙ্খিনী সাপটি ঢুকে পড়ে। এ সময় বাসার লোকজন ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন।
পরে বিষয়টি বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেবকে জানালে তিনি বন্যপ্রাণী ব্যবস্হাপনা বিভাগের কর্মীদের সাথে নিয়ে সোমবার সকাল ১০ টায় সাপটি উদ্ধার করেন এবং বন্যপ্রাণী বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে নিয়ে আসেন।
বন্যপ্রাণী ব্যবস্হপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান, আজ দুপুর ১২ টার দিকে শঙ্খিনী সাপটিকে লাউয়াছড়া বনের জানকিছড়ায় অবমুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত: গত ১৪ নভেম্বর উপজেলার ইছবপুর এলাকা থেকে একটি শঙ্খিনী ও ২৩ নভেম্বর উত্তর ভাড়াউড়া এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছিল।
সর্বশেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৩, ০১:৩৬
পাঠকের মন্তব্য