মৌলভীবাজার-৪ আসনে আব্দুস শহীদকে বরণ করে নিলেন নেতাকর্মীরা

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
মৌলভীবাজার প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও ছয়বার নির্বাচিত প্রার্থীকে সপ্তমবাবের মতো নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ায় মৌলভীবাজার-৪ আসনের এমপি সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি বীর মুক্তিযুদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও এর অঙ্গসংঠনের হাজারো নেতাকর্মীরা।মঙ্গলবার বিকালে ঢাকা থেকে ফেরার পথে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার পার্শ্ববর্তী বাহুবল উপজেলার মুছাই নামক স্থানে নেতাকর্মীরা গাড়ীবহর ও শতশত মোটরসাইকেল নিয়ে জড়ো হন। 

সেখানে ফুল দিয়ে তাকে বরণ করে নেন নেতাকর্মীরা। এমপিকে পরে গাড়ীবহরযোগে শ্রীমঙ্গল শহরে পৌছঁলে চৌহুমনায় সংর্বধনা প্রদান করা হয়।জানা যায়, মৌলভীবাজার-৪, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ দুটি উপজেলা মিলে মৌলভীবাজার-৪ আসন। এই আসনের বর্তমান সংসদ সদস্য অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।তিনি সপ্তম জাতীয় সংসদে সরকার দলীয় হুইপ, অষ্টম সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও নবম জাতীয় সংসদে সরকার দলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করেন।

১৯৯১ সাল থেকে ২০১৮ পর্যন্ত টানা ছয়বার এই আসনে সংসদীয় আসনে বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। পরপর ছয় বারের নির্বাচিত এই সংসদ সদস্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি -পেশার মানুষের কাছে পরম সম্মানিত। ছাত্রনেতা হিসেবে রাজনৈতিক পরিমন্ডলে তিনি তাঁর অবস্থান সুদৃঢ়পূর্বক পরবর্তীতে আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করে বর্তমানে তিনি জনগণের সহযোগিতা নিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। এবার সপ্তম বারের মতো মনোনয়ন পাওয়ায় তার সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। তিনি আশা করছেন দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় আবারও ছিনিয়ে আনবে।

সর্বশেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৩, ০১:৩৩
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও