দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ: রিপোর্ট

ফাইল ছবি
ফাইল ছবি
মুক্তিবাণী অনলাইন ডেক্স :

দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে জনশুমারির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে বিবিএস। সেখানেই উঠে আসে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়, মোট জনসংখ্যার মধ্যে পুরুষ ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ০০৩ জন এবং নারী রয়েছে ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন। পুরুষের ক্ষেত্রে আনুপাতিক হার ৪৯.৫৪ শতাংশ এবং নারীর ক্ষেত্রে এই হার ৫০.৪৬ শতাংশ।

বর্তমানে দেশে অবস্থানরত বিদেশি নাগরিকের সংখ্যা ২৭ হাজার ৮৪২ জন। এর মধ্যে পুরুষ ২১ হাজার ২০৮ জন এবং নারী ৬ হাজার ৬৩৪ জন।

বস্তিতে বসবাসকারী মানুষের তথ্যও প্রকাশ করা হয়েছে বিবিএসের প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী, দেশে বস্তিতে বসবাসকারী জনসংখ্যা মোট ১৭ লাখ ৩৬ হাজার ৩০২ জন। এর মধ্যে পুরুষ ৮ লাখ ৯৭ হাজার ৪০৩ জন এবং নারী ৮ লাখ ৩৮ হাজার ৪৪৩ জন। দেশে পল্লী অঞ্চলে বসবাসকারী মানুষের সংখ্যা ১১ কোটি ৬০ লাখ ৬৫ হাজার ৮০৪ আর শহরে বসবাস করে ৫ কোটি ৩৭ লাখ ৬৩ হাজার ১০৭ জন। দেশে বিদ্যুৎ সুবিধা আছে ৯৯.২৪ শতাংশ আর সুবিধা নেই ০.৭৬ শতাংশ। এর মধ্যে ৯৭.৫৯ শতাংশের উৎস জাতীয় গ্রিড, সৌর বিদ্যুৎ ১.৪৬ শতাংশ এবং অন্যান্য উৎস ০.১৮ শতাংশ।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মোট জনসংখ্যার ৯১.০৮ শতাংশই মুসলমান। এছাড়া হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন ৭.৯৬ শতাংশ, বৌদ্ধ ০.৬১ শতাংশ, খ্রিস্টান ০.৩০ শতাংশ এবং অন্যান্য ধর্মের মানুষ রয়েছেন ০.০৬ শতাংশ।

সর্বশেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৩, ১৪:২৪
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও