মৌলভীবাজারের বড়লেখায় বুধবার মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়েছে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে এ অভিযান চালায় তারা।
এসময় সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত বিস্কুট ও ব্রেড পণ্যে গুনগত মাণ চিহ্ন ব্যবহার করার অপরাধে কলেজ রোডে বিসমিল্লাহ বেকারিতে ৫০ হাজার টাকা এবং বিএসটিআইয়ের অনুমোদনবিহীন প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণ করার অপরাধে মেসার্স সিমরাহ ফুডস এন্ড বেভারেজে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সুমন প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৩, ০১:৫৩
পাঠকের মন্তব্য