মৌলভীবাজার জেনারেল হাসপাতাল দেশসেরা

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে দেশ সেরা ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার অধিদপ্তরের মাসিক র‌্যাংকিং-এ প্রথম ধাপে চলে আসে ওই হাসপাতালটি। সেই সাথে দ্বিতীয় হয়েছে নোয়াখালি ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, তৃতীয় কিশোরগঞ্জ, চতুর্থ কক্সবাজার ও পঞ্চম চাপাইনবাবগঞ্জ হাসপাতাল।

হাসপাতাল সূত্র জানায়, ‘হেলথ সিস্টেম স্ট্রেংদেনিং (এইচএসএস) কোরিং সিস্টেমে’ স্বাস্থ্য সেবার বিভিন্ন মানদন্ডে যে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা ও মনিটরিং করা হয়, তাতে দেশের ৬৪টি জেলা সদর হাসপাতালের মধ্যে দেশসেরা হয় মৌলভীবাজার।

হাসপাতালের সুপার (ভারপ্রাপ্ত) ডাঃ বিনেন্দু ভৌমিক বুধবার এ প্রতিবেদককে জানান, হাসপাতালের সেবার মান ও পরিস্কার পরিচ্ছন্নতাকে একটা নির্দিষ্ট মানে নিয়ে যেতে আমরা সকলেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। হাসপাতালটিকে একটি লক্ষে নিয়ে যাবার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

সর্বশেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৩, ০১:৪৮
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও