মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মারামারির মামলায় ৩ আসামীকে সাজা দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে আসামীদের উপস্থিতিতে এ রায় দেন চীফ জুডিসিয়াল মাজিস্ট্রেট সৈয়দ মোঃ কায়সার মোশাররফ ইউছুফ।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের একটি মারামারির মামলায় জেলার কুলাউড়া উপজেলার সাতবা গ্রামের ফারুক মিয়া থানায় অভিযোগ করেন। মামলায় আসামী করা হয়, একই উপজেলার শফিক মিয়া, মোঃ চিনু মিয়া, মোঃ শাহাজান মিয়া, মোঃ ইব্রাহীম মিয়া, শাহান মিয়া, সাবির হোসেন, মন্তর মিয়া, মোঃ মন্তর মিয়া, সাজিদ মিয়া, মোঃ ছিবত মিয়া, ছমেদ মিয়া, মোঃ কবীর মিয়া ও নানু মিয়াসহ ১৫ জনকে। এর মধ্যে দুই আসামী ইতিমধ্যে মারা যান।
চিনু মিয়া ও সফিক মিয়াকে জেল হাজতে পাঠান আদালত। আসামীদের মধ্যে পলাতক রয়েছেন শাহাজান মিয়া। তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। এর মধ্যে জরিমানা দিয়ে খালাস পেয়েছেন মোঃ ইব্রাহীম মিয়া। আসামীদের সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে সর্বোচ্চ ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দেন আদালত।
সর্বশেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৩, ০১:৪৪
পাঠকের মন্তব্য