মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতরা মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ ও ছবি তুলে রাখে। ঘটনাটি কাউকে জানালে স্বামী-সন্তানকে হত্যার হুমকি দেয়। পাশাপাশি এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
ঘটনাটি ঘটেছে গত ৫ নভেম্বর রাত ১টার দিকে। ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা শেষে ১২ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ওই গৃহবধূ কুলাউড়া থানায় এসে মামলা করেন। রোববার শাকিব মিয়া নামে (২২) মামলার এক আসামিকে গ্রেফতার করে পুলিশ।
ধর্ষণের শিকার গৃহবধূর থানায় দায়েরকৃত মামলার অভিযোগ থেকে জানা যায়, গৃহবধূর স্বামীর বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানায়। তিনি শ্বশুরবাড়িতে এসে শহরে এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে ভুলক্রমে অন্য বাসায় ঢুকে পড়েন। বাসার মালিক জয়চন্ডী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার আলিম উদ্দিন বিষয়টি নিষ্পত্তির জন্য স্বামীকে নিয়ে গৃহবধূর বাবার বাড়িতে যান। সেখানে সালিশের নামে সময়ক্ষেপণ করে রাত ১টায় আসামিরা গৃহবধূকে তার স্বামী খারাপ লোক তাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন।
একপর্যায়ে কাদিপুর ইউনিয়নের পূর্বমনসুর গ্রামের ছিদ্দিক আলীর ছেলে সুন্দর আলী (৩২), স্থানীয় লৈয়ারহাই গ্রামের কুতুব আলীর ছেলে শাকিব মিয়া (২২) ও রায়গ্রামের কানাই লাল ঘোষের ছেলে রনধীর ঘোষ (৪০) গৃহবধূকে জোরপূর্বক বাথরুমে নিয়ে ওড়না ও জামা দিয়ে হাতমুখ বেঁধে সম্পূর্ণ বিবস্ত্র করে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও এবং স্থিরচিত্র ধারণ করে। গৃহবধূর ধস্তাধস্তির একপর্যায়ে ওই গৃহবধূকে ছেড়ে দেয় এবং এ ঘটনা কাউকে জানালে তার স্বামী ও সন্তানকে হত্যার হুমকি দেয়।
ধর্ষণকারীরা ঘটনার পরদিন গৃহবধূর বাড়িতে গিয়ে ভিডিও এবং স্থিরচিত্র দেখিয়ে এক লাখ টাকা দাবি করে। গৃহবধূর মা মানসম্মানের ভয়ে নগদ ৪০ হাজার টাকা এবং দুটি চেক প্রদান করেন।
এ ব্যাপারে জয়চন্ডী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার আলিম উদ্দিন জানান, আমি ধর্ষণের ঘটনা কিছুই জানি না। তারাও আমাকে কিছু বলেনি। পর দিন টাকা নিয়েছে শুনেছি। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তাকে ফোনে বিষয়টি জানতে চাইলে তিনি শুনেছেন।
কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাকিব মিয়াকে রোববার গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সর্বশেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৩, ০১:৪৯
পাঠকের মন্তব্য