অবরোধ শেষে নতুন কর্মসূচি৪৮ ঘণ্টা হরতাল

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
মুক্তিবাণী অনলাইন ডেক্স :

ঘণ্টা বেজে গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের। ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৭ জানুয়ারি হবে ভোট। তফসিল ঘোষণার পরপরই স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গত বুধবার তফসিল ঘোষণার পরপরই রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ করেছে দলটির নেতাকর্মীরা। আজ থেকে দলটির মনোনয়ন ফরম বিক্রিও শুরু হচ্ছে। তবে তাদের বিপরীত মেরুতে রয়েছে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো। তফসিল ঘোষণার পরপরই সেটিকে এক তরফা এবং সরকারের আদিষ্ট হয়েই ঘোষণা করা হয়েছে উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে এসব দল ও জোট। একদিকে আওয়ামী লীগ ও তাদের জোট সঙ্গীদের নির্বাচনী প্রস্তুতি অন্যদিকে বিএনপি ও তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর প্রত্যাখ্যান নিয়ে রাজনৈতিক অঙ্গনের উত্তেজনা চরমে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে রাতেই রাজধানীসহ সারাদেশে মশাল মিছিল, বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবারও বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, রেলপথ অবরোধ, পিকেটিং করে দলটির নেতাকর্মীরা। তফসিল ঘোষণার পর থেকে সারাদেশে থমথমে অবস্থা বিরাজ করছে।

সরকার পতনের এক দফা দাবি এবং নির্বাচন কমিশনের (ইসি) একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার হরতালের নতুন কর্মসূচি ঘোষণা করেছে রাজপথের প্রধান বিরোধীদল বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন রাজনৈতিক দল ও জোট। আগামী ১৯ নভেম্বর রোববার ও ২১ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল পালন করবে সরকারবিরোধী এসব রাজনৈতিক দল। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই কর্মসূচি পৃথক পৃথক বিবৃতিতে জানিয়েছেন- লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণঅধিকার পরিষদ, লেবার পার্টি ও জামায়াতে ইসলামী।

রুহুল কবির রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবীতে, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাজার-হাজার নেতাকর্মীদের মুক্তিসহ চলমান আন্দোলনের একদফা দাবী আদায়ের লক্ষ্যে এবং নির্বাচন কমিশনের একতরফা নির্বাচনের জন্য ঘোষিত তফসিলের প্রতিবাদে আগামী রোববার ১৯ নভেম্বর ভোর ৬ টা থেকে মঙ্গলবার ২১ নভেম্বর ভোর ৬ টা পর্যন্ত মোট ৪৮ ঘন্টা হরতাল কর্মসূচি ঘোষণা করা হচ্ছে।

তিনি বলেন, সবাই মনে করছে এই নির্বাচন কমিশন একটি পাও ফেলতে পারবে না শেখ হাসিনার কথার বাইরে গিয়ে। শেখ হাসিনার চোখ রাঙানিতে তাদেরকে কাজ করতে হবে। এই আজ্ঞাবহ নির্বাচন কমিশনারদের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা বলেন, বিএনপি›র শান্তিপূর্ণ হরতাল অবরোধ কর্মসূচি পালন করার জন্য জনগণ আজকে রাস্তায় নেমে এসেছে। এই আধিপত্যবাদী স্বৈরাচার সরকারের বিরুদ্ধে জনগণের বিজয় হবেই ইনশাল্লাহ। জনগণ এখন বিজয়ের দ্বার প্রান্তে।

বিএনপি সূত্রে জানা যায়, এক দফা দাবি আদায়ে বিগত কিছুদিন ধরেই তারা ধারাবাহিক কর্মসূচিতে রয়েছে। তবে তফসিল ঘোষণা করে দেয়ায় এখন আরো কঠোর কর্মসূচিতে থাকবেন তারা। এরই প্রথম কর্মসূচি হচ্ছে দুই দিনের হরতাল। এরপর আবারো হরতালের কর্মসূচি কয়েকদফা বৃদ্ধি করে, ঘেরাও, অসহযোগ কর্মসূচিতে যাবেন তারা।

বিএনপির নীতিনির্ধারণী এক নেতা বলেন, আমাদের এখন আর পেছনে ফেরার কোন সুযোগ নেই। এখন বাঁচা-মরার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই সরকার যদি আবারো যেন তেনভাবে ক্ষমতায় আসে তাহলে দলের কোন নেতাকর্মী বাইরে থাকবে না। সবাইকে কারাগারে যেতে হবে। তাই নেতাকর্মীরাও দৃঢ় সংকল্পবদ্ধ। যেকোন ভাবেই সফল হতে হবে।

দলটির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, আমরা একাধিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। প্রাথমিকভাবে হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ধীরে ধীরে আরো বিকল্প কঠোর কর্মসূচি আসবে। কোনভাবেই এই তফসিল এবং সরকারের অধীনে নির্বাচন হতে দেয়া হবে না। তিনি বলেন, সারাদেশের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে যেকোন মূল্যে সর্বাত্মকভাবে প্রতিটি কর্মসূচি সফল করতে হবে।

এদিকে বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য রাজনৈতিক দলগুলোও হরতাল কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপির ডাকা আগামী ১৯ ও ২০ নভেম্বর ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি পালনের জন্য এলডিপি নেতাকর্মীসহ দেশবাসীকে আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। গতকাল এক বিবৃতিতে শান্তিপূর্ণভাবে বিএনপির ডাকা এই হরতাল কর্মসূচি পালন করার জন্য এলডিপির নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আগামী ৭ জানুয়ারি একতরফাভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। এ সরকার অবৈধ, এই সরকারের তৈরি আজ্ঞাবহ নির্বাচন কমিশনও অবৈধ এবং তাদের ঘোষিত তফসিলও অবৈধ। জনগণ এ তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, জনগণের ঐক্যবদ্ধ দাবি হচ্ছে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এ দাবি উপেক্ষা করে একতরফা নির্বাচন করার জন্য উন্মত্ত-উদ্ভ্রান্ত হয়ে গেছে সরকার। আর সেই অপচেষ্টা বাস্তবায়নের জন্য কাজ করছে মেরুদ-হীন এ নির্বাচন কমিশন।

তফসিল প্রত্যাখ্যান করে এবং এর প্রতিবাদ জানিয়ে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ। গতকাল মঞ্চের পক্ষ থেকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

একই কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল গণমাধ্যমে পাঠানো দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, বিরোধী দল ও দেশবাসীর মতামতকে উপেক্ষা করে জনধিকৃত ও সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। সমগ্র জাতি এবং জামায়াতে ইসলামীসহ দেশের অধিকাংশ বিরোধী দল তথাকথিত নির্বাচন কমিশনের ঘোষিত ফরমায়েসি তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

এটিএম মা’ছুম বলেন, বিরোধী দলের মতামত অগ্রাহ্য করে ঘোষিত তথাকথিত তফসিল দেশকে অস্থিতিশীল ও ধ্বংসের দিকে ঠেলে দিবে। সংলাপের পথ রুদ্ধ করবে। রাজনীতিতে ঘোর অমানিশা নেমে আসবে। একতরফা প্রহসনের নির্বাচনের ফলে উদ্ভুত যে কোন পরিস্থিতির দায় ষড়যন্ত্রকারী সরকার এবং আজ্ঞাবহ নির্বাচন কমিশনকেই নিতে হবে।

গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশ প- করে দেয়ার পর সরকার পদত্যাগের এক দফার দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল এবং পাঁচ দফায় ১১ দিন পর্যায়ক্রমে সারাদেশে অবরোধ কর্মসূচির ডাক দেয়।

পঞ্চম দফার অবরোধে গতকালও রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল, সড়ক, রেলপথ অবরোধ, পিকেটিং করেছে বিএনপিসহ আন্দোলনে থাকা দলগুলোর নেতাকর্মীরা। এদিন রাজধানীর সঙ্গে সারাদেশের যোগাযোগ ছিল কার্যত বিচ্ছিন্ন। ঢাকার তিনটি বাস টার্মিনাল গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে ছেড়ে যায়নি কোন দূরপাল্লার বাস। সদরঘাট থেকেও ছাড়েনি লঞ্চ। এছাড়া রাজধানীর মধ্যে যাত্রীবাহী বাসসহ ব্যক্তিগত গাড়ীর ছিল অনেক সীমিত। বিশেষ করে রাতের বেলা রাজধানী হয়ে পড়ে যান ও জনমানব শূণ্য।

গতকাল অবরোধের সমর্থনে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। বিএনপি›র জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে তেজগাঁও শিল্প এলাকায় মেইন রোডে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল এবং আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে নেতাকর্মীরা। ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের নেতৃত্বে রাজধানীতে সড়ক অবরোধ করে নেতাকর্মীরা।

স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মো. রফিকুল ইসলাম এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে মালিবাগ মোড়ে বিক্ষোভ মিছিল করে।

বগুড়া ব্যুরো জানায়, শিবগঞ্জে মোকামতলায় মহাসড়কে বিক্ষোভ ও সমাবেশ করে শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এসময় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল ওহাব, জেলা বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফজলার রহমান জয়, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম ও রুবেল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খালিদ হাসান আরমান প্রমুখ।

বরিশাল ব্যুরো জানায়, বরিশাল সহ দক্ষিণাঞ্চলের দূরপাল্লার সড়ক যোগাযোগ প্রায় বন্ধ ছিল। বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপস্থিতি ছিল সীমিত। বেশিরভাগ বাস কাউন্টার থেকেই বলা হয়েছে, ‘যাত্রী নেই, গাড়ী ছাড়ব কি করে’। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঝে মধ্যে ঝটিকা মিছিল করেছেন।

বিশেষ সংবাদদাতা, কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়া অঞ্চলে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। কম চলাচল করছে পণ্যবাহী ট্রাক। স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। অবরোধের দ্বিতীয় দিনে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে গোটা কুষ্টিয়া জেলার ৬টি উপজেলার কোথাও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের কর্মসূচি পালন করতে দেখা যায়নি। অবরোধ কর্মসূচি চলাকালীন অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে কুষ্টিয়া শহরের মোড়ে মোড়ে এবং উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের অবস্থান দেখা গেছে। সেই সঙ্গে র‌্যাব, বিজিবি ও পুলিশী টহল অব্যাহত রয়েছে। মহাসড়কে বিপুল সংখ্যক তিন চাকার সিএনজি ও ব্যাটারিচালিত যানবাহন দেখা গেছে।

স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে জানান, মাদারীপুরে পৃথক বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও মহিলা দল। বহস্পতিবার সকালে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটুর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা কৃষকদলের আহবায়ক অ্যাড. ওলিউর রহমান দর্জি, জেলা যুবদলর সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু। এদিকে শহরের পুরানবাজার এলাকায় মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারর নেতৃত্বে মাদারীপুরে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, বগুড়ার গাবতলীতে পৌর বিএনপির উদ্যোগে জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপির সদস্য পৌর মেয়র সাইফুল ইসলামের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, উপজেলা বিএনপির সদস্য আবুল হোসেন মোল্লা, গোলাম রব্বানী, পৌর বিএনপির সাবেক আহবায়ক ডা. ছাবেদ আলী, পৌর বিএনপির সহ-সভাপতি আতিয়ার রহমান আতোয়ার, মতিউর রহমান মতি, আফছার আলী মিজু, এস্কেন্দার আলী ময়না, আবু হাসনাত সাহিন, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম ও খোরশেদ আলম জুয়েল প্রমুখ।

ইন্দুরকানী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, ইন্দুরকানীতে ককটেল বিষ্ফোরণের অভিযোগে উপজেলা বিএনপি জামায়াতের ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার চন্ডিপুর এলাকার ছবেদ আলীর ছেলে আ. হাকিম বাদী হয়ে উপজেলা বিএনপির আহবায়ক মো. ফরিদ আহমেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, যুবদলের সদস্য সচিব খায়রুল ইসলাম লাভলু মাতুব্বর, ছাত্রদলের আহয়বায়ক মো. আল আমিন হোসেন, সদস্য সচিব মো. সাদিকুর রহমান সহ ১৭ বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে আসামি করে মামলা করেছেন।

হিলি (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, হিলিতে দিনের তুলনায় কম সংখ্যক দূরপাল্লার বাস চলাচল করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি-রফতানি শুরু হয়। এদিকে হাকিমপুর উপজেলায় যে কোন ধরনের নাশকতা রুখে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম ও থানার ওসি আবু ছায়েম মিয়ার নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ গুরুত্বপূর্ণ স্থানে মহড়া দিতে দেখা যায়।

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জে লৌহজংয়ে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গত বুধবার দিনগত রাত ৮টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক তানভীর আহমেদ অভির নেতৃত্বে লৌহজং-টঙ্গীবাড়ী সড়কের পুর্ববুড়দিয়া এলাকায় বিএনপির নেতাকর্মীরা মশাল মিছিল করেন।

সর্বশেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৩, ০১:৪০
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও