স্বাক্ষি দেয়ায় রিফাত শরীফের বোনকে বাজে মন্তব্য

স্বাক্ষি দেয়ায় রিফাতের বোনকে বাজে মন্তব্য

বরগুনা:- রিফাত শরীফ হত্যা মামলায় নিহত রিফাতের বোন ইসরাত জাহান মৌ’ গতকাল আদালতে স্বাক্ষ্য দিয়েছেন। স্বাক্ষি দেয়ার পরই মৌ’র তাঁর বিরুদ্ধে আসামীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে মন্তব্য শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। রিফাতের পরিবারের অভিযোগ, জামিনে থাকা আসামী ও রিফাত হত্যায় জড়িতদের সহযোগীরা এসব করছেন।

মৌ জানান, গতকাল রাতে ছদ্মনামে ফেসবুক একাউন্ট থেকে তাঁর বিরুদ্ধে বাজে মন্তব্য করা হয়। ইসরাত জাহান নামের একটি ফেসবুক আইডি থেকে কমেন্টে মৌ’কে আজেবাজে মন্তব্য করা হয়। তিনি বলেন, গতকাল আমি আদালতে স্বাক্ষি দেয়ার পরই এমন মন্তব্য শুরু হয়। ওই একাউন্ট থেকে একটি খবরের নিচে কমেন্টে আপত্তিকর মন্তব্য করা হয়। মৌ’ ধারণা, জামিনে থাকা আসামীদের কেউ এসব করছে, অথবা খুনিদের স্বজনরা এমন কাজে জড়িত।

নিহত রিফাতে বাবা দুলাল শরীফ বলেন, মিন্নিসহ চারজন আসামী জামিনে রয়েছে। এদের কারণে আমি অনিরাপদ। আমার মেয়েকে নিয়ে এরা বাজে মন্তব্য শুরু করেছে। আমি জামিনে থাকা অন্যতম আসামী মিন্নিসহ অন্যদের জামিন বাতিলের দাবি জানাই। নয়ত আমার গোটা পরিবারের নিরাপত্তা হুমকীর মুখে।

বরগুনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির হোসেন মোহাম্মদ বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে কেউ যদি কাউকে আপত্তিকর মন্তব্য করে তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ আপডেট: ১১ জানুয়ারী ২০২০, ২০:২৯
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও