রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফ এম মৌলভীবাজার এর উদ্যোগে বন্ধ হলো বাল্যবিবাহ

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
মৌলভীবাজার প্রতিনিধি ।।

রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফ এম মৌলভীবাজার এর উদ্যোগে ১৮ বছরের এক ছেলের বন্ধ করা হয়েছে বাল্যবিবাহ। মৌলভীবাজার উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মুক্তারচেগ গ্রামের কমল বাদ্যকরের ছেলে আকাশ বাদ্যকরের চলছিলো বিয়ের প্রস্তুতি। 

এ সময় ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আখতার উদ্দিন আহমেদ ও রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানাজারের সহযোগীতায় ৬নং ওয়ার্ডের মুক্তারচেগ গ্রামের মেম্বার শেখ মো: তাজুল উল্লার উপস্থিতিতে বাল্যবিবাহ বন্ধ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রেডিও পল্লীকণ্ঠের নিউজ প্রডিউসার পলি রানী দেবনাথ,সিপন দেব, ন্যশনাল চিল্ডেন টাস্ক ফোর্স এর এর ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার দ্বীপ্র ধর অর্ঘ্য, ঐশী দেব, সাধারন সম্পাদক মোবাশ্বিরা সরকার আইরিন, চাইল্ড পার্লামেন্ট মেম্বার ত্রিদিব ধর কাব্য।

মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা মুঠোফোনে খোঁজ নেন এবং বলেন, আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ সময় ছেলের বাবা লিখিতভাবে অঙ্গিকার করেন তাদের ছেলে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না।

সর্বশেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৩, ০১:১৭
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও