মৌলভীবাজারে মায়ের সামনে ছেলেকে হত্যা !

মৌলভীবাজার প্রতিনিধি ।।

মৌলভীবাজার শহরতলীর বর্ষিজোড়া এলাকায় ফেসবুক সংক্রান্তের জের ধরে নাঈম নামের এক তরুণ হত্যা র ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ক্ষতবিক্ষত নাঈমকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া। পরে সিলেট ওসমানি হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। 

নিহত রেজাউল করিম নাঈম (২১) পাহাড় বর্ষিজোড়া এলাকার ডেকেরেটার্স ব্যবসায়ী চেরাগ মিয়ার ছেলে। সে এবছর মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে গতকাল বিকালে ফেসবুকে লেখালেখি নিয়ে নাঈমের বাবা চেরাগ মিয়ার সাথে পাশের বাড়ির রনির বাবা নুরুল এর সাথে কথা কাটাকাটি হয় একপর্যাযে রনি তার বাবা নুরুল মিয়াসহ কযেকজন মিলে নাঈমের বাবা ও মায়ের পর আক্রমণ চালায়। পরে নাঈম ও তার বোন এগিযে আসলে তাদের ওপর আক্রমণ করে। এক পর্যায়ে নাঈমকে নুরুল ও তার ছেলে রনিসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে আগাত করে পালিয়ে য়ায়।

ছবি মুক্তিবাণী

নিহত রেজাউল করিম নাঈমের বাবা ডকেরেটার্স ব্যবসায়ী চেরাগ মিয়ার বলেন নুরুল মিয়া আমার বাসায় এসে বলে আমার ছবি দিয়ে ফেইসবুক আইডি খুলছিস কেন। আমি বললাম তুই আমার সাথে ঢং করছিস নাকি। এসময় আমার ছেলে বলে নানা আপনার মোবাইল ফোনটি আমাকে দেখান। এসময় নুরুল মিয়া আমার ছেলেকে চড় মারে। আমার গেইটের বাহিরে তার ছেলে রনি সহ ১৫/১৬ জন দাড়ানো ছিল।

নিহত রেজাউল করিম নাঈমের মা বলেন আমার কোল থেকে কেড়ে নিয়ে আমার কোলে লাশ ফেরৎ দিলো মা বলেন আমার বাচ্চাকে আমার নিকট থেকে কাড়িয়া নিয়া ছেলেকে মারলো,আমাকেও মারলো আমার স্বামীকেও মারলো। রনি সহ ১৫/১৬ জন্য আমার ছেলেকে টেনে নিয়ে যায় এবং চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে।

নিহত রেজাউল করিম নাঈমের বোন বলেন রাতে পাশের বাড়ির নূরুল তাদের বাড়িতে এসে ফেসবুকে আইডি খোলা নিয়ে গালা গালি ও ধমক দিতে থাকে। আমার বাবা সহ সবাই তাদের পা ধরে মাফ চেয়েও রক্ষা হয়নি। তারা কিছু বুঝতে দেয়নি। ভীষণভাবে উতপ্ত হয়ে পড়ে। একটা পর্যায়ে নাঈমকে প্রচণ্ড মারধর করতে থাকে। এতে যোগ দেয় পাশের বাড়ির সোহান, নূরুল মিয়ার ছেলে রনি, জনিসহ অন্যরা। খুনীদের ফাঁসি না হওয়া পর্যন্ত মুখে দানা (খাবার) নেবেন না বলে দাবি করছেন নিহতের ছোট বোন।

এলাকাবাসীরা বলেন আমাদের বাসা ও বাড়িতে নিরাপদ নেই ,বাড়িতে এসে হামলা করে এবং ও খুন করলো। চিকিৎসাধীন অবস্থায় নাঈম মারা যায়। শেষ পর্যন্ত আর তাকে বাঁচা নো যায়নি। এদিকে নিহতের পরিবারে চলছে আহাজরি। মৌলভীবাজারে আইনশৃঙ্খলা অবস্থার অবনতির দিকে যাচ্ছে এলাকাবাসী বলেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন  এ ঘটনায় সোহান নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার মূল অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। তিনি আরও বলেন, সিলেটে ময়না তদন্ত হয়েছে।

সর্বশেষ আপডেট: ৯ নভেম্বর ২০২৩, ০২:২২
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও