মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজির মাহমুদ মিঠুনের সভাপতিত্বে কর্মশালায় উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষক ছিলেন বিএমএ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপকুমার বর্ধন।
বক্তব্য রাখেন রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জী, কালিঘাট ইউপি চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, সিন্দুরখান ইউপি চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন ও শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সহ- সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, দেশে ১ লক্ষ ১৩ হাজার ২৯৭ একর জমিতে তামাক চাষ হচ্ছে। প্রতিবছর উৎপাদন হচ্ছে ৯১ হাজার ৫৭৩ টন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, সরকার তামাক থেকে যে পরিমানণ রাজস্ব পাচ্ছে তার থেকে বেশি পরিমাণ টাকা মানুষ ক্যান্সারের চিকিৎসায় ব্যয় করছে।
সর্বশেষ আপডেট: ৮ নভেম্বর ২০২৩, ০১:৫৫
পাঠকের মন্তব্য