রাজধানীর প্রবেশপথে পুলিশের তল্লাশী, রাতে সাভারে আটক ৯

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
মুক্তিবাণী অনলাইন ডেক্স :

আগামীকাল রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশপথ ঢাকা-আরিচা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে চেক পোষ্ট বসিয়ে তল্লাশী করছে পুলিশ। গ্রেপ্তার করেছে ৯জনকে।

শুক্রবার সকাল থেকে আমিনবাজার, বিরুলিয়া মিরপুর সড়ক, ধামরাইয়ের ইসলামপুর ও আশুলিয়া ব্রিজ চেক পোষ্ট বসিয়ে বসিয়ে তল্লাশী কার্যক্রম চালানো হচ্ছে। এসময় সকল যানবাহন তল্লাশীর পাশাপাশি সবার পরিচয় নিশ্চিত করে গন্তব্যে যেতে দেওয়া হচ্ছে।

ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সকাল থেকে ধামরাইয়ের ইসলামপুরে চেকপোষ্ট বসিয়ে যানবাহনসহ সন্দেহভানদের তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার রাতে সাভার ও আশুলিয়া থানার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে বিএনপির কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) নয়ন কারকুন বলেন, বিভিন্ন মামলায় বিএনপির ৬ জন ও জামায়াতের ১জনকে গ্রেপ্তার করা হয়েছে। এটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। তাদের ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, বিএনপি দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় আগের মামলা রয়েছে।

ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে সকাল থেকে ঢাকা জেলা পুলিশের চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী বিভিন্ন দ‚রপাল্লার যাত্রীবাহী বাস, গণপরিবহন, প্রাইভেট কার, মাইক্রোবাস, মটরসাইকেল থামিয়ে সন্দেহভাজন যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও যাত্রীদের সাথে থাকা ব্যাগপত্র, মালামাল তল্লাশী করছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে এসময় বিভিন্ন যাত্রীদের কাছে তাদের গন্তব্য, তারা কোথা থেকে আসছে, কোথায় যাবে এবং তাদের পেশা সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। কথাবার্তায় সন্দেহ হলে যাত্রীদের কাছে থাকা পরিচয়পত্রও যাচাই করছে পুলিশ।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, শনিবার রাজধানীতে দুটি রাজনৈতিক দলের সমাবেশ রয়েছে, তাই কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোন নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেই লক্ষ্যেই আমাদের এই চেকপোস্ট কার্যক্রম চলছে। এটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ।

শনিবারের বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালানোর পাশাপাশি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের বাড়িতে রাতে পুলিশ অভিযান চালিয়েছে তাই গ্রেপ্তার আতংকে নেতাকর্মীরা কেউ বাড়িতে ছিলেন না। তবে তাদের কয়েকজনকে গ্রেপ্তারের খবর পেয়েছেন তিনি।

ঢাকা জেলার (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, সমাবেশকে কেন্দ্র করে কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোনো ধরনের নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেটি নিশ্চিত করতেই পুলিশের এই চেকপোস্ট কার্যক্রম চলছে। তবে চেকপোস্টে সন্দেহভাজন কাউকেই আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি।

সর্বশেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৩, ১৫:১৫
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও