সন্ধ্যার পর কক্সবাজার উপকূলে ঘূর্ণিঝড় হামুন প্রচণ্ড বেগে আঘাত হেনেছে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
মুক্তিবাণী অনলাইন ডেক্স :

ঘূর্ণিঝড় হামুন আজ সন্ধ্যার পর কক্সবাজার উপকূলে আঘাত করেছে। এখন প্রচণ্ড ঝড়ো হাওয়ার সাতে বৃষ্টিপাত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২ নম্বর বুলেটিন মতে, ঘূর্ণিঝড় হামুন প্রবল ঘূর্ণিঝড় থেকে কিছুটা দুর্বল হয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি বাংলাদেশের উপকূলের ১৮০ থেকে ২৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে। ঝড়টি আজ রাতের মধ্যে বাংলাদেশের ভূখণ্ড অতিক্রম করে যেতে পারে।

কিন্তু আবহাওয়া অধিদপ্তরের এই বুলেটিনের সাথে বাস্তবতার মিল খোঁজে পাওয়া যাচ্ছে না।

কক্সবাজারে হামুন ঝড়ো গতিতে সন্ধ্যে ৭টা ২০মিনিট থেকে আঘাত হানতে শুরু করে।

টেকনাফ থেকে শুরু করে গোটা কক্সবাজার উপকূলে হামুন প্রচন্ড বেগে আঘাত করছে।

সর্বশেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৩, ০০:৫২
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও