শ্রীমঙ্গলে টি টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল শীর্ষক ৫দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হয়েছে। প্রশিক্ষণে দিনাজপুর, পঞ্চগড়, চট্টগ্রাম, ঢাকা, পাবনা, মৌলভীবাজার ও সিলেটের ৩০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার বিকেল ৪ টায় শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট মিলনায়তনে ৩০ জন প্রশিক্ষনার্থীর মধ্যে সনদ বিতরন করা হয় এবং শ্রেষ্ঠ ৪ জনকে সম্মাননা দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এনডিসি পিএসসি। প্রকল্প উন্নয়ন ইউনিটের ডেভেলপমেন্ট অফিসার ও কোর্স কো-অর্ডিনেটের মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চা গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন, লন্ডন টি এক্সচেঞ্চের সেলস ম্যানেজার মুর্শেদ আহমদ চৌধুরী, ক্যামেলিয়া লিমিটেডের মার্কেটিং এক্সিকিউটিভ আমান বিন সিদ্দিক।
সর্বশেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৩, ০১:৪১
পাঠকের মন্তব্য