মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অসামান্য অবদান রাখায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।
২ অক্টোবর সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ে বাছাই কার্যক্রম অনুষ্টিত হয়। বাছাই কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৫ অক্টোবর তিনি সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হন। এর আগে তিনি প্রথমে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব নির্বাচিত হয়ে এখন সিলেট বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ হন। শ্রীমঙ্গল উপজেলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অসামান্য অবদান রাখায় সিলেট বিভাগীয় নির্বাচন কমিটি বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহি অফিসার হিসাবে তাকে নির্বাচিত করেন।
২০২২ সালের ৮ মে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন আলী রাজিব মাহমুদ মিঠুন। এর পর থেকে উপজেলা প্রশাসনিক চিত্র পাল্টে যেতে থাকে প্রশাসনের সুষ্ঠু তত্ত্বাবধান ও উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন তিনি।শ্রীমঙ্গল উপজেলায় যোগদান করেই তিনি শিক্ষার মান উন্নয়ন, ভাম্যমান আদালত পরিচালনা, বাল্যবিবাহ রোধ, ক্ষুদ্র নৃগোষ্ঠির শিক্ষার উন্নয়ন, বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলমক কর্মকান্ডে নিরলস ভাবে করে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রশংসিত হয়েছেন এবং ইতিমধ্যেই বিভিন্ন মহলে একজন সফল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন।
সর্বশেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৩, ০২:৫৬
পাঠকের মন্তব্য