ইসরায়েল ও ফিলিস্তিনে মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছে শ্রীমঙ্গলের সর্বস্তরের ধর্মপ্রাণ জনতা।
শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুমআ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন জামে মসজিদের সামনে থেকে শ্রীমঙ্গল ইমাম মুয়াজ্জিন পরিষদের ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডস্থ পেট্টল পাম্প এর সামনে এসে সমাবেশস্থলে মিলিত হয়।
মিছিলোত্তর সমাবেশে সভাপতিত্ব করেন ইমাম মুয়াজ্জিন পরিষদের নির্বাহী সভাপতি, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফেরদাউস আহমদ মাধবপুরী।পরিষদের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম ও আজিজুর রহমান সিরাজি এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়েত আলী, জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের মঈনে মুহতামিম মাওলানা মুফতি মনির উদ্দিন, ইমাম মুয়াজ্জিন পরিষদের সহ-সভাপতি, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন জামে মসজিদের ইমাম মুফতি হিফজুর রহমান হেলালী, শ্রীমঙ্গল আল মদীনা জামে মসজিদের ইমাম ও পরিষদের সহসভাপতি মাওলানা আব্দুর রহমান, দেওয়ানি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শাহিদুর রহমান, এলাহী জামে মসজিদের ইমাম মুফতি নুরুল আনওয়ার প্রমুখ।
মিছিলে অংশ নেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ লিটন আহমদ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক আক্তার হোসেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, সাংবাদিক সাইফুল ইসলাম, আমজাদ হোসেন বাচ্চুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জির ও মাদরাসার শিক্ষকগণ।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমাহামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ারও আহ্বান জানানো হয়।উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সহস্রাধিক মুসল্লিরা মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলে ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক’ সহ নানা স্লোগান দেন বিক্ষোব্ধ তাওহিদি জনতারা।
সর্বশেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৩, ১৯:৩৫
পাঠকের মন্তব্য