অসমতার বিরুদ্বে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১২ অক্টোবর) মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।মহড়ায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোছা শাহীনা আক্তার, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান প্রমূখ।
এ ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ,অভিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
ভূমিকম্প ও অগ্নিকান্ডনিয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর এ মহড়া দেয়।মহড়ার মাধ্যমে ভূমিকম্প ও অগ্নিকান্ডের সময় কোনও ভবন থেকে মানুষ ও তাদের সম্পদ সুরক্ষিত রাখার প্রক্রিয়া ও সর্বসাধারনের করণীয় ফুটিয়ে তোলা হয়।
সর্বশেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৩, ১৯:১০
পাঠকের মন্তব্য