মৌলভীবাজারে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতঃ

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
মৌলভীবাজার প্রতিনিধি ।।

অসমতার বিরুদ্বে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১২ অক্টোবর) মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।মহড়ায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোছা শাহীনা আক্তার, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান প্রমূখ।

এ ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ,অভিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

ভূমিকম্প ও অগ্নিকান্ডনিয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর এ মহড়া দেয়।মহড়ার মাধ্যমে ভূমিকম্প ও অগ্নিকান্ডের সময় কোনও ভবন থেকে মানুষ ও তাদের সম্পদ সুরক্ষিত রাখার প্রক্রিয়া ও সর্বসাধারনের করণীয় ফুটিয়ে তোলা হয়।

সর্বশেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৩, ১৯:১০
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও