মৌলভীবাজার হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সমাবেশ ও মিছিল

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
মৌলভীবাজার প্রতিনিধি।

জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ ৭ দফা দাবিতে সমাবেশ ও মিছিল করেছে মৌলভীবাজার হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ।  শুক্রবার বিকেলে শহরের ম্যানেজার স্টলের সম্মুখ থেকে মিছিলটি শুরু হয়ে আহমদ ম্যানসনের সম্মুখে গিয়ে শেষ হয়।  

মিছিলে নেতৃত্ব দেন, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক আশু রঞ্জন দাশ, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সদস্য অজয় সেন, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি মনবীর রায় মঞ্জু, জেলা সাধারণ সম্পাদক নকুল চন্দ্র দাশ, পুজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক মহিম দে, সদর উপজেলা ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক বিকাশ ভৌমিক প্রমুখ। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনের পূর্বে যেনে সরকার প্রতিশ্রুত এই দাবি অবিলম্বে বাস্তবায়িত করা হয়।

সর্বশেষ আপডেট: ৭ অক্টোবর ২০২৩, ০১:০৫
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও