হোসেনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্ণীতির অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি।

মৌলভীবাজার সদর উপজেলার ১০নং নাজিরাবাদ ইউনিয়নের হোসেনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জরিনা বেগম এর বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। 

এ বিষয়ে উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও জমি দাতা আব্দুল আহাদ, মৌলভীবাজার সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও জমি দাতা‘র লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে-হোসেনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অনিয়মের মাধ্যমে প্রধান শিক্ষকের শীল ব্যবহার করে দাপ্তরিক কার্যক্রম করছেন।

গত ৪ বছর আগে স্কুলের গাছ বিক্রির ৩৭ হাজার টাকার হিসাব দিচ্ছেন না এবং কমিটিকে অবগত ও করেননি। বিগত ২০২১-২০২২ইং অর্থ বছরের স্লিপ এর বরাদ্ধকৃত ৪০ হাজার টাকার বিষয়েও কমিটিকে অবগত করেননি। সর্বশেষ ২০২২-২০২৩ইং অর্থ বছরের জন্য ৯০ হাজার টাকা বরাদ্ধ হয়।

কিন্তু উক্ত বরাদ্ধকৃত টাকা দিয়ে বিদ্যালয়ের কোন কাজ হয়নিসহ একাধিক অভিযোগ উল্লেখ করেছেন। এ ব্যপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জরিনা বেগম এ প্রতিনিধিকে জানান- প্রধান শিক্ষকের শীল ব্যবহার করে দাপ্তরিক কার্যক্রম করা আমার ভুল হয়েছে। আমি নামের শীল পরিবর্তন করেছি। অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ তিনি অস্বীকার করে বলেন- চেয়ারম্যান বিষয়টি অবগত। যে লোকটি আমার বিষয়ে অভিযোগ করেছেন, তিনি লোক সুবিধার নয়। আপনী খবর নিয়ে দেখুন এলাকা, পাড়া-মহল্লায় কেউ তাকে ভালো বলবে না।

সর্বশেষ আপডেট: ২ অক্টোবর ২০২৩, ০২:১৮
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও