শ্রীমঙ্গলে কলাগাছের সুতা দিয়ে পোষাক তৈরি বিষয়ক ২০দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন)-এর উদ্যোগে কলাগাছের সুতাঁ দিয়ে ঐতিহ্যবাহী পোশাক তৈরি ২০ দিনব্যাপী প্রশিক্ষণ এর সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়।
৩০ সেপ্টেম্বর দুপুর ১২টায় শ্রীমঙ্গলের ডলুছড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সেন্টারে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ) এ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহ অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীমঙ্গলের উদ্যোক্তা মো: রবিউল ইসলাম রাসেল।এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশন ব্যবস্থাপনা পরিচালক ড:মোঃ মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশন সহকারী মহা-ব্যবস্থাপক মো. আব্বাস আলী, কলাগাছের সুতা দিয়ে তৈরি কলাবতী শাড়ি উদ্ভাবক রাধাবতী দেবী,মোছা. সালেহা বেগম প্রমুখ।১১-৩০ সেপ্টেম্বর ২০ দিনব্যাপী এ কোর্সটিতে প্রশিক্ষণ দিবেন কলাগাছের সুতা দিয়ে তৈরি কলাবতী শাড়ি ও পোষাকের উদ্ভাবক রাধা দেবী। প্রশিক্ষণে মণিপুরি সম্প্রদায়ের ৩০জন উদ্যোক্তা অংশগ্রহণ করছেন।
কোর্স সমাপ্তি শেষে প্রত্যেককে সনদ প্রদান করা হয়। এসএমই ফাউন্ডেশন ব্যবস্থাপনা পরিচালক ড:মোঃ মফিজুর রহমান বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। এ দেশের জিডিপিতে এসএমই খাতের অবদান দিন দিন জোরালো হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি শ্রমঘন শিল্পকে গুরুত্বপূর্ণ দিচ্ছে সরকার।
সর্বশেষ আপডেট: ১ অক্টোবর ২০২৩, ০২:১৯
পাঠকের মন্তব্য