বড়লেখায় তিন আগর গাছ চোরের ৩ বছরের কারাদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি।

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আগর গাছ চুরি মামলার রায়ে তিন আসামিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। বুধবার দুপুরে এই রায় ঘোষণা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক। দণ্ডিত আসামিরা হলো, উপজেলার দক্ষিণ সুজানগর গ্রামের মৃত মবই মিয়ার ছেলে মিনার আলী, কমলগঞ্জের কালাছড়া গ্রামে আঞ্জব আলীর ছেলে তাজ উদ্দিন ও বড়লেখার বিওসি কেছরিগুল (উত্তর) গ্রামের ছিদ্দেক আলীর ছেলে রাসেল আহমদ।

আদালত সূত্রে জানা গেছে, বড়লেখা পৌরশহরের ব্যবসায়ি আব্দুল গণির ডিমাই এলাকার নিজস্ব আগর বাগান থেকে আসামিরা ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি মধ্যরাতে ৩ লক্ষাধিক টাকার ৩০টি আগর গাছ কেটে চুরি করে নিয়ে যায়। সিএনজি চালিত অটোরিকশা যোগে চুরি করা আগরগাছ নিয়ে পালানোর সময় আগর গাছের মালিক আব্দুল গণি স্থানীয় জনতার সহায়তায় অটোরিকশাসহ মিনার আলী নামে এক চোরকে আটকের পর পুলিশে সোপর্দ এবং থানায় মামলা করেন।

আদালত পুলিশের জিআরও পিযুষ কান্তি দাস জানান, জিআর-৩৩/২০২০ মামলার রায়ে আদালত ৩ আসামিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন। আব্দুর রহমান নামক আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেখসুর খালাস দিয়েছেন

সর্বশেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫১
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও