জুড়ীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
মৌলভীবাজার প্রতিনিধি।

মৌলভীবাজার জেলার জুড়ীতে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় এক সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মাছুম রেজা, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক আবদুল কাদির দারা, গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত সাবেক ডিজিএম মোঃ মজিবুর রহমান, হাওর রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি মোঃ ইমরুল ইসলাম। সিকান্দর মাহমুদা উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ তুতিউর রহমান,কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ নুরুল আম্বিয়া।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, এসআই সামিউল, এসআই খাইরুল আলম বাদল, এসআই মোঃ মোস্তফা কামাল, জুড়ী প্রেসক্লাব সহ সভাপতি হারিস মোহাম্মদ, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, ইউপি সদস্য সাংবাদিক মোঃ জাকির হোসেন মনির, ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আবুল কাসেম, মোঃ কামরুল হাসান, মোঃ ফয়জুল ইসলাম কালা, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আজাদ মিয়া, মহিলা সদস্য রোশনা বেগম, শিউলি আক্তার ও বাসনা আক্তার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ বলেন, মাদক চোরাচালান, চুরি ডাকাতিসহ যে কোন অসামাজিক কার্যকলাপ বন্ধ করত পুলিশ বদ্ধপরিকর। সমাজের যে কোন খারাপ কাজ রোদ করতে পলিশের পাশাপাশি জন প্রতিনিধি ও সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। অনেক সময় গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে। যারা এসব করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী দুর্গাপূজায় আইনশৃঙ্খলা সুন্দর রাখতে প্রধান অতিথি সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৫
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও