শেখ হাসিনার প্রতি বিশ্বের সমর্থন আছে : পরিবেশমন্ত্রী

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
মৌলভীবাজার প্রতিনিধি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশের আমুল পরিবর্তন ঘটিয়েছেন। 

ইতিপূর্বে ডিজিটাল বাংলাদেশ গড়েছেন। এখন গ্রামকে শহরে রুপান্তর করে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ করছেন। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ে ইত্যাদি কর্মযজ্ঞের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্ব আজ বাংলাদেশের প্রশংসা করে, শেখ হাসিনার দিকে চেয়ে থাকে। শেখ হাসিনার প্রতি বিশ্বের সমর্থন আছে।রোববার দুপুর ১২ টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।দ্রুত এখানে অ্যাম্বুলেন্স প্রদানের আশ্বাস দিয়ে পরিবেশমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনায় দেশের উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।

আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রমাণ করবেন আপনারা আওয়ামী লীগের পক্ষে আছেন, শেখ হাসিনার পক্ষে আছেন। এর আগে মন্ত্রী অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় এবং অভিবাদন জ্ঞাপন করা হয়। ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন শেষে বৃক্ষ চারা রোপণ করে সুধী সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট বিভাগের উপ-পরিচালক মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ঢাকা’র পরিচালক আক্তারুজ্জামান, সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া, জুড়ী উপজেলো চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, রনজিতা শর্মা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাসুক মিয়া প্রমুখ।

সর্বশেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৭
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও