মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গোলগাঁও-এ প্রবাসী ফোরাম এর উদ্যোগে গোলগাঁও গ্রামের কৃতি সন্তান মো. আব্দুল মুহিত জাবেদ ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন করায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার সকালে শ্রীমঙ্গল গোলগাও জামে মসজিদ সংলগ্ন মাঠে গ্রামবাসীর উপস্থিতিতে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। গ্রাম্য মুরব্বী আব্দুল মান্নান এর সভাপতিত্বে এ সময় বক্তব্যদেন মাওলানা মুহিবুর রহমান আল মাদানী, ডা: আব্দুল আজিজ, মকসুদ আলী, ডা: মামুনুর রশিদ ও সাংবাদিক বিকুল চক্রবর্তী।
পরে গোলগাঁও প্রবাসী ফোরামের অফিস উদ্বোধন করা হয়। বক্তারা বলেন, গোলগাঁও গ্রামে প্রায় অর্ধশত মানুষ প্রবাসে অবস্থান করছেন। এই সকল প্রবাসীদের সমন্বিত প্রয়াসে গ্রামের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ ও গরিব মানুষের পাশে দাড়ানোসহ বিভিন্ন মানবিক কর্মকান্ড পরিচালতি হয়ে আসছে।
সর্বশেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৫
পাঠকের মন্তব্য