সহপাঠীকে টেনে নিয়ে যাচ্ছে কুমির। এই দৃশ্য দেখে যেখানে আতঙ্কে ছুটে পালানোর কথা, সেখানে কুমিরের সঙ্গে লড়াই করে বন্ধুকে ফিরিয়ে আনল এক কিশোরী। জিম্বাবুয়ের ১১ বছর বয়সি স্কুলছাত্রী রেবেকা মুনকোমবাওয়ের এই সাহসিকতায় মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকেই।
জিম্বাবুয়ের দ্য সানডে নিউজ সংবাদমাধ্যম জানায়, ঘটনার দিন সাত বন্ধুর সঙ্গে নদীতে গোসল করছিল রেবেকা। গোসল শেষে তারা উঠে এলেও ৯ বছরের মেয়ে লাটোয়া মুওয়ানি পানিতে থেকে চিৎকার করছিল।
চিৎকার শুনে ফের পানিতে নেমে রেবেকা দেখে, লাটোয়ার হাত কামড়ে তাকে গভীর পানিতে টেনে নিয়ে যাচ্ছে বড় একটি কুমির। সঙ্গে সঙ্গে লাফ দিয়ে কুমিরের পিঠে উঠে বসে রেবেকা। কুমিরের মাথায় কয়েকটি কিল-ঘুষি মারার পর চোখে আঙুল ঢুকিয়ে দেয়।
এরপরই লাটোয়াকে ছেড়ে চলে যায় কুমিরটি। এ ঘটনায় রেবেকা আহত না হলেও লাটোয়াকে হাসপাতালে ভর্তি করতে হয়। সে হাতে আঘাত পেয়েছে। স্থানীয় কাউন্সিলর স্টিভ শিসোস বলেন, পানির অভাবে নারী-শিশুরা জলাশয়ে গোসল করতে গিয়ে প্রায়ই কুমিরের আক্রমণের শিকার হচ্ছে। ডেইলি মেইল।
সর্বশেষ আপডেট: ৬ ডিসেম্বর ২০১৯, ১১:৪৫
পাঠকের মন্তব্য