শাহীন রায়হানের কবিতা

স্বাধীনতার সূর্য
-শাহীন রায়হান

দেশের বাতাস ভারি ছিল দুঃখে
কষ্ট ছিলো সব মানুষের বুকে
দেশটা জুড়ে আঁধার ছিলো
সময় তখন কাঁদার ছিলো
মানুষগুলো কেউ ছিলো না সুখে।
.
দেশের মানুষ জীবন তুচ্ছ করে
দেশ বাঁচাতে খুব প্রতিরোধ গড়ে
শত্রু ঘাঁটি পুড়িয়ে
বিজয় নিশান উড়িয়ে
স্বাধীনতার সূর্য আঁকে ১৬-ডিসেম্বরে।

সর্বশেষ আপডেট: ৬ ডিসেম্বর ২০১৯, ১১:৩৮
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও