কমলগঞ্জে তালামিযের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
মৌলভীবাজার প্রতিনিধি।।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ বলেছেন, আমাদেরকে সুশিক্ষা অর্জন করতে হবে। যে শিক্ষা সমাজের কল্যাণ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ শিক্ষা দেয় না, তা সুশিক্ষা হতে পারে না। যারা দেশের বিভিন্ন উচ্চপদস্থ আসনে আসীন থেকেও নিজস্বার্থ হাসিলের জন্য দুর্নীতি করে, তারাও শিক্ষিত বটে, কিন্তু সুশিক্ষিত নয়।শনিবার বাদ যুহর কমলগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর শাখা আয়োজিত দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাখা সভাপতি তৌফিক এলাহী এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৌহিদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ জলিল, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সাকের, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমদ রায়হান ফারহী, কেন্দ্রীয় সদস্য এম. কাওছার আহমদ, আব্দুল মোহাইমিন ফাহাদ ও মৌলভীবাজার জেলা সভাপতি মো. আলী রাব্বি রতন।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা এম এ ওহাব, সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার প্রচার সম্পাদক এনামুল হক চৌধুরী তাওহীদ, উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মনজুর আহমদ, পৌর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক শাহ মো. আব্দুল জলিল ও সংগঠনের মৌলভীবাজার জেলার সহ-অফিস সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কমলগঞ্জ উপজেলা সভাপতি আব্দুর রকিব, কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক এম শিহাব, পৌর আল ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী, সংগঠনের কমলগঞ্জ পৌর শাখার সাবেক সভাপতি হাছান আহমদ, সাবেক সহ-সভাপতি এম নাছির আহমদ, উপজেলা সহ-সভাপতি সাইদুল হোসাইন ফয়ছল, আব্দুস সামাদ রাফি, সাধারণ সম্পাদক সাইদুর রহমান রুমেল, সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া প্রমুখ।

সর্বশেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৩
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও