কুলাউড়ায় জঙ্গি অভিযানে সিটিটিসিকে সহায়তা, পুরস্কৃত ওসি ছালেক

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
মৌলভীবাজার প্রতিনিধি।।

মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধায় আগস্ট মাসে জঙ্গি বিরোধী অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিটকে সার্বিক সহায়তা করায় কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেককে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় পুরস্কার হিসেবে ওসির হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন সভার সভাপতি পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)। এ ছাড়া ওসির নেতৃত্বে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার করায় অভিন্ন মানদণ্ডে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস।

ওসি ছালেক ইতিপূর্বে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় ৭ বার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।

সর্বশেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৫
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও