মৌলভীবাজার সদর মডেল থানার ৫ম বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
মৌলভীবাজার প্রতিনিধি।।

পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ সালের আগস্ট মাসে মৌলভীবাজার সদর মডেল থানা মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী। জেলার শ্রেষ্ঠ এএসআই(নিঃ)-মোঃ মাহবুবুল আলম, মৌলভীবাজার সদর মডেল থানা।

৯ সেপ্টেম্বর শনিবার পুলিশ অফিস কনফারেন্স রুমে পুলিশ সুপার, মোঃ মনজুর রহমান, পিপিএম (বার) শ্রেষ্ঠত্ব অর্জনকারী থানার অফিসার ইনচার্জ ও শ্রেষ্ঠ এএসআই এর হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।

অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার  (প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব দীপঙ্কর ঘোষ এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ ও থানার অফিসার ইনচার্জগণ।

অফিসারথইনচার্জ, জনাব মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী  বলেন, তাহার শ্রেষ্ঠত্বের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফল। তিনি শ্রেষ্ঠত্বের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সকে উৎসর্গ করেন।

সর্বশেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৭
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও