লাউয়াছড়া জাতীয় উদ্যান ও বাইক্কা বিলে মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন সচেতনতা মূলক সাইন বোর্ড স্থাপন। ৯ সেপ্টেম্বর লাউয়াছড়া জাতীয় উদ্যানে শ্রীমঙ্গল টু কমলগঞ্জ সড়কে দুর্ঘটনা রোধে গাড়ীর গতি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন প্রকার সচেতনতা মূলক সাইনবোর্ড স্থাপন করা হয়।
জনসচেতনতা মূলক ৫০টি সাইনবোর্ড স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো: মনজুর রহমান (পিপিএম বার)। উক্ত সাইন বোর্ড সমূহে “মোটরসাইকেল চালনার সময় চালক আরেহী উভয়ে হেলমেট পরিধান করুন” “ট্রাফিক সিগনাল মেনে চলুন, সর্বোচ্চ গতিসীমা ২০ কিঃ মিঃ” সহ বিভিন্ন সচেতনতা মূলক লেখা আছে।
পরবর্তীতে তিনি শ্রীমঙ্গল বাইক্কা বিলে পাখি শিকার বন্ধে বিভিন্ন জনসচেতনতা মূলক কয়েকটি সাইনবোর্ড স্থাপন করেন। উক্ত সাইন বোর্ড সমূহে “বাইক্কা বিল পাখিদের অবাধ বিচরণ স্থল,জীব বৈচিত্র্য রক্ষায় পাখি শিকার বন্ধ করুন’ ম্লান করলে রাতের আলো,পাখিরা থাকবে ভাল” সহ বিভিন্ন সচেতনতা মূলক লেখা আছে। এসময় উপস্থিত ছিলেন
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোহসীন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন লাউয়াছড়া জাতীয় উদ্যান বণ্যপ্রাণীদের ও বাইক্কা বিল পাখিদের অভায়শ্রম। বনের ভেতর রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ী চালালে বণ্যপ্রাণীর জীবন ঝুঁকির সম্ভবনা থাকে এবং দূর্ঘটনাও ঘটে। এসব বিবেচনায় জনসচেতনতার জন্য বিভিন্ন সাইনবোর্ড স্থাপন করা হয়েছে ।
সর্বশেষ আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:৪৭
পাঠকের মন্তব্য