ভগবান শ্রীকৃষ্ণের ৫ হাজার ২শত ৪৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের আয়োজনে আজ বুধবার(০৬ই সেপ্টেম্বর) মদন মোহন জিউর আখড়ায় আনন্দ শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন ঘোষনা করেন মৌলভীবাজার ০৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ।
এ সময় তিনি বলেন, সমাজ থেকে অন্যায়-অত্যাচার, নিপীড়ন ও হানাহানি দূর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন। সনাতন ধর্ম মতে, অধর্ম ও দুর্জনের বিনাশ এবং ধর্ম ও সুজনের রক্ষায় তিনি যুগে যুগে পৃথিবীতে আগমন করেন।
জেলার সব হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি আরো বলেন, জন্মাষ্টমী সনাতন সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। শ্রীকৃষ্ণ পরোপকারী, প্রেমিক, রাজনীতিক ও সমাজ সংস্কারক। তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্পদ্রায়িক সম্প্রীতির দেশ। সাম্পদ্রায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য। শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে এবং এ সংকট কাটিয়ে উঠতে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি আশু রঞ্জন দাশ,আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান সুজিত দাশ, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল দাশ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সুমেশ দাস যীশু প্রমূখ। এরপর মদন মোহন জিউর আখড়া থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সৈয়ারপুর শ্যাম সুন্দর জিউর মন্দিরে শেষ হয়।
উল্লেখ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ। মথুরায় কংসের কারাগারে ভাদ্রমাসের কৃষ্ণ অষ্টমীতে রোহিনী নক্ষত্রের শুভক্ষণে জন্ম নেন শ্রীকৃষ্ণ ।সেই পূণ্য তিথিতে উদযাপিত হয় জন্মাষ্টমী। দিনটিতে কৃষ্ণ পূজাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন সনাতন ভক্তরা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণ আরাধনায় জগতের সকল সুখ লাভ হয়। মঙ্গল হয় পরিবার, দেশ ও সমাজের।
সর্বশেষ আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৭
পাঠকের মন্তব্য