মৌলভীবাজারের কমলগঞ্জে ফুলবাড়ি চা বাগান থেকে একটি অজগর সাপ উদ্ধারের পর লাউয়াছড়া উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) চা বাগানের ১৬ নম্বর সেকশন এলাকায় শ্রমিকরা অজগরটি দেখতে পান। পরে বন্যপ্রাণী গবেষণা সংস্থা ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালাইন্সের মাঠ সহকারী চঞ্চল গোয়ালা সেটি উদ্ধার করেন।
পরে বিকাল তিনটার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অজগরটি অবমুক্ত করা হয়। চঞ্চল গোয়ালা বলেন, দুপুরে ফুলবাড়ি চা বাগানের ব্যবস্থাপক আমাকে মোবাইলে কল দিলে আমি বন বিভাগকে জানাই। পরে বন বিভাগের লোকদের নিয়ে অজগরটি উদ্ধার করা হয়। বিকালে বনকর্মী ও ট্যুরিস্ট গাইডের উপস্থিতিতে অজগরটি লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়। লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগানে উদ্ধারকৃত অজগরটি লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়েছে।
সর্বশেষ আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:২২
পাঠকের মন্তব্য