মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যুতের বকেয়া পাওনাদের বিরুদ্ধে ৭টি মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দিনব্যাপী কুলাউড়া পৌর শহর ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় বিউবো’র ম্যাজিস্ট্রেট যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হক অভিযান চালিয়ে বকেয়া পাওনাদের উপর এ মামলা করেন।
ভ্রাম্যমাণ আদালতসূত্র জানায়, বকেয়া পাওনা আদায়ের লক্ষে মঙ্গলবার দিনব্যাপী কুলাউড়া পৌর শহর ও ব্রাহ্মণ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৫টি বাসাবাড়ি, ১টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১টি ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ বিভাগের ৮ লক্ষ ৪১ হাজার টাকা পাওনা থাকায় তাদের উপর মামলা করা হয়।
অভিযানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী পিয়াস দাশ ও তাজমীদ আহমেদ, উপসহকারী প্রকৌশলী মো. আলাউদ্দিন ও নুরুল আমীনসহ থানাপুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
সর্বশেষ আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৩, ০০:৪২
পাঠকের মন্তব্য