মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ডলুছগড়ায় অবস্থিত লেমন গার্ডেন রিসোর্ট থেকে উদ্ধার হওয়া রক্তাক্ত মরদেহের ঘটনায় সোমবার (২৮ আগস্ট) সকালে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা করেছেন নিহত শফিকুল ইসলাম এর স্ত্রী মুন্নি বেগম।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় একসাথে বেড়াতে আসা আরও ৩ পর্যটককে আসামি করা হয়েছে। লেমন গার্ডেনের বিলাস রুমের ৫ নং কক্ষে শফিকুলের সঙ্গে যে ৩জন সাথে ছিল মামলায় তাদের নাম উল্লেখ করা হয়েছে।
এ নৃশংস ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে বলে জানা যায়। নৃশংস হত্যার পেছনে ব্যবসায়িক লেনদেন বা ভুল বুঝাবুঝির কারণ থাকতে পারে বলে পুলিশ ধারণা করছেন। রিসোর্টের একই কক্ষে থাকা ৩জনকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন।
নিহত পর্যটক শফিকুলের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুর উপজেলার হাটুভাঙ্গা গ্রামে। পরিবার নিয়ে তিনি ঢাকার ভাটারায় ৪০ নম্বর ওয়ার্ডের ফাঁসেরটেক এলাকায় বসবাস করতেন বলে জানা যায়। শফিকুলের স্ত্রী মুন্নী বেগম গণমাধ্যমকর্মীকে জানান, তার স্বামী ভাটারা এলাকায় কাগজের কার্টুনের ব্যবসা করতেন। ২৪ আগস্ট রাতে শফিকুল শ্রীমঙ্গলের পর্যটন স্পটগুলোতে বেড়াতে তিন বন্ধুর সঙ্গে ঢাকা থেকে রওয়ানা দেন। পরদিন সকালে শ্রীমঙ্গলে পৌঁছে স্ত্রীকে কল দিয়ে জানান।
মুন্নী বেগম বলেন, ‘রবিবার শ্রীমঙ্গল থানা থেকে একজন কর্মকর্তা ফোন করে হত্যাকাণ্ডের ঘটনা জানান। রাতেই আমি, আমার তার ছোট ভাই, দেবর, দেবরের শ্যালকসহ শ্রীমঙ্গলে আসি।
রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, ২৫ আগস্ট সকাল পৌনে ৮টায় রিসোর্টে আসেন নুরুল আমিন রাব্বি নামে এক ব্যক্তি। রিসোর্টে পরিচয় জানিয়েছেন তিনি চাঁদপুরের শাহারাস্তি উপজেলার খাসেরবাড়ি এলাকার আবুল খায়েরের ছেলে। তার সঙ্গে ছিলেন মরদেহ উদ্ধার হওয়া ব্যক্তিসহ অজ্ঞাত তিনজন। তারা রিসোর্টের বৃষ্টি বিলাস ভবনের ৫ নম্বর কক্ষ ভাড়া করেন। রবিবার সকালে তাদের কক্ষ ছাড়ার কথা ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তারা কক্ষ না ছাড়ায় রিসোর্টের স্টাফ সহিদুল ইসলাম গিয়ে কক্ষটি তালাবদ্ধ দেখতে পান।
সহিদুল ইসলাম জানান, কক্ষের সামনে দাঁড়িয়ে ডাকাডাকি করার পর কেউ সাড়া না দিলে বিষয়টি রিসোর্ট কর্তৃপক্ষকে জানান তিনি। পরে পুলিশকে জানালে তারা রিসোর্টে এসে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন বিছানার ওপর রক্তাক্ত মরদেহ দেখা যায়।
প্রসঙ্গত, রবিবার বিকেলে শ্রীমঙ্গলের ৩ নং শ্রীমঙ্গল ইউনিয়নের ডলুবাড়ি এলাকায় অবস্থিত লেমন গার্ডেন নামের রিসোর্ট থেকে শফিকুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সর্বশেষ আপডেট: ২৯ আগস্ট ২০২৩, ০০:৪৬
পাঠকের মন্তব্য