জুড়ীতে শিক্ষক-কর্মচারী নিয়োগে বাণিজ্যের অভিযোগ

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
মৌলভীবাজার প্রতিনিধি।।

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, অফিস সহায়ক, নৈশ্য প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও আয় পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল আলম লিজন সিন্ডিকেট করে প্রত্যেকটি পদে নিয়োগ বাণিজ্য করেছেন এমন অভিযোগ করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আজ রোববার লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, অফিস সহায়ক, নৈশ্য প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আয়া পদে বর্তমানে কর্মরত দপ্তরীর স্ত্রী মীরা মল্লিককে এবং বাকি পদে সাগরনাল ইউনিয়নসহ অনেক দূর-দূরান্তের প্রার্থীদের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়, এলাকার প্রার্থীরা ভাল পরীক্ষা দিলেও তাদেরকে কম নম্বর দেখিয়ে ফেল দেখানো হয়েছে। এছাড়া সহকারী প্রধান শিক্ষক পদে একজন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে বলে সভাপতি তিন লক্ষ টাকা গ্রহণ করেছেন কিন্তু অন্য প্রার্থীর নিকট থেকে বেশী টাকা পেয়ে তাকে নিয়োগ না দিয়ে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে এবং পূর্বের প্রার্থীর টাকা ফেরত দেওয়া হয়েছে। অভিযোগে এলাকাবাসী আরো জানান, এ নিয়োগে কমপক্ষে ১৪/১৫ লক্ষ টাকার বাণিজ্য হয়েছে, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তদন্ত করে নিয়োগ বাণিজ্যে জড়িত সকলকে আইনের আওতায় এনে নিয়োগ পরীক্ষা বাতিল করতে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

এ ঘটনায় রবিবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দেওয়ার পর জেলা শিক্ষা অফিসার ও উপজেলা চেয়ারম্যানের কাছে এলাকাবাসী অভিযোগের অনুলিপি দিয়েছেন।জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান বলেন, আমি নিজে উপস্থিত থেকে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেছি। এখানে অনিয়মের কোন সুযোগ নেই।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ আপডেট: ২৮ আগস্ট ২০২৩, ০০:৪০
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও