শহরের ভেতরে ব্যাটারি চালিত টমটম রিক্সা ও যত্রতত্র মিনিবাস, সিএনজি পাকিং এবং যাত্রী উঠা-নামার কারণে যানজট লেগেই থাকতো। ফলে পুলিশের এক অভিযানে যানজট নিরসনে অনেকটাই ছন্দে ফিরল পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গল। বিশেষ করে শ্রীমঙ্গল সরকারী বালিকা বিদ্যালয়ের ফটকে মিনিমাস স্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী উঠা-নামা করতো। সেই স্ট্যান্ড সরিয়ে দিয়েছে পুলিশ।
তবে এই অভিযানের আগে শহরের হবিগঞ্জ রোড ও মৌলভীবাজার রোড, স্টেশন রোড এবং কলেজ রোডসহ দীর্ঘ যানজট লেগেই থাকতো, হাটাচলাও করা যেত না। অবশেষে সেই যানজট থেকে কিছুটা লাঘব হয়েছে পৌরবাসী।
আজ সোমবার দুপুরে শ্রীমঙ্গল পৌর শহরের মৌলভীবাজার রোড এবং হবিগঞ্জ রোড এলাকায় যানজট নিরসনে পুলিশের এক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো.জাহাঙ্গীর হোসেন সরদার, ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. মিজান ও অমিতাভ শেখর চৌধুরী।
সেন্টাল রোডের ব্যবসায়ী আব্দুল বাছিত বলেন, ‘শহরের বড় অংশে ব্যাটারি চালিত অবৈধ টমটম রিক্সা প্রবেশের কারণে যানজট লেগেই থাকে।’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ব্যাটারি চালিত রিক্সা শহরের ভেতরে প্রবেশ নিষিদ্ধ করা হোক। আমরা মানুষের কাছ থেকে এই ব্যাপারে মতামত সংগ্রহ করছি। তাতে যা মনে হচ্ছে, মানুষ খুশি।
শ্রীমঙ্গল পৌর নির্বাহী প্রকৌশলী মো.জহিরুল ইসলাম বলেন, অবৈধ ব্যাটার চালিত রিক্সা চলাচল করতে না পারে, সে ব্যাপারে আমরা সোচ্চার। বেশ কিছু আগে এসব অবৈধ ব্যাটারি চালিত আটকের করার পর জয় বাংলা মিছিল নিয়ে পৌরসভার ভেতরে ঢুকে এসবগুলো তারা জোরপূর্বক নিয়ে যায়।’
এদিকে পুলিশের অভিযানের পর শহরের বিভিন্ন সড়কে কিছুটা সচ্ছন্দে হাঁটাচল করা যাচ্ছে বলে অনেকেই জানিয়েছেন।
তবে সচেতন মহলের অভিমত, যানজট মুক্ত শহর যেন থাকে এবং রাস্তার দু’পাশে যত্রতত্র সিএনজি, প্রাইভেট কার, বাস ও ট্রাক ইত্যাদি দাঁড়িয়ে না থাকে, সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি থাকার আহবান জানিয়েছেন পথচারী ও সাধারণ নাগরিক।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, শহরে যানজটমুক্ত করতে প্রথমেই শ্রীমঙ্গল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে স্ট্যান্ড সরিয়ে দেওয়া হয়েছে। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রবেশ সময় নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছিল। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা সভায় সিদ্ধান্ত অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীদিনে সবার সহযোগিতা নিয়ে আমরা আরও বেশি যানজট মুক্ত শহর গড়তে পারবো।’
মৌলভীবাজার সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মো.মনজুর রহমান পিপিএম(বার) বলেন, জেলা জুড়ে অবৈধ সিএনজি চালিত অটোরিক্সা, ব্যাটারি টমটম রিক্সা, বেপরোয়া গাড়ি চালক ও বেআইনী সাইরেন বাজিয়ে শব্দ দূষন, মোটর সাইকেল ও প্রাইভেট কার মহড়া ইত্যাদি ট্রাফিক ব্যবস্থাপনা ব্যাহত করছে। এসব বেআইনি কার্যক্রম বন্ধ করতে বিভিন্ন সড়কে অভিযান চলমান থাকবে।
সর্বশেষ আপডেট: ২২ আগস্ট ২০২৩, ০১:০৪
পাঠকের মন্তব্য