মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২০-২০২৪ আর্থিক সালে রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয় ও প্রাতিষ্ঠানিক পুকুরে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠান বুধবার (১৬ আগস্ট) সকালে সম্পন্ন হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো: আব্দুস শহীদ এমপি।উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দ কুমার দেব বেভুল, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান।এছাড়াও মৎস অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সর্বশেষ আপডেট: ১৬ আগস্ট ২০২৩, ২০:৩৯
পাঠকের মন্তব্য