মৌলভীবাজারের কুলাউড়া থানা পরিদর্শন করেছেন জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মনজুর রহমান পিপিএম (বার)।
বৃহস্পতিবার বিকেলে তিনি কুলাউড়া থানায় পৌঁছলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মোহসিন এবং কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
পরে থানার আয়োজনে অফিসার-ফোর্সদের সাথে কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন নবাগত পুলিশ সুপার।
এ সময় তিনি থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডিসহ থানায় আগত সেবাপ্রার্থীদের দ্রুত পুলিশি সেবা প্রদানে পুলিশ সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
সর্বশেষ আপডেট: ১১ আগস্ট ২০২৩, ২২:৫৩
পাঠকের মন্তব্য