কর্মকর্তাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
মৌলভীবাজার) প্রতিনিধি ||

মৌলভীবাজারে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সিলেটের নবাগত বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী। 

বৃহস্পতিবার ১০ আগস্ট দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ রায়, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেন ও অপূর্ব কান্তি ধর, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ অধ্যাপক রফিকুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধ কমান্ডার জামাল উদ্দিন, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন- ‘কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। অধিক পরিশ্রম করতে হবে। শুধু দুয়েকটা ফাইল ওয়ার্ক করলে হবে না। মানুষের সাথে মিলেমিশে কাজ করবেন। মানুষকে সেবা দিতে হবে। সাধারণ মানুষকে চেয়ারে বসতে হবে। কারণ তারা দেশের মালিক।

সর্বশেষ আপডেট: ১১ আগস্ট ২০২৩, ০৩:১৬
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও