মৌলভীবাজারের জুড়ীতে সরকারি একটি অনুষ্ঠানের ব্যানারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নেই। শুধুমাত্র স্থানীয় এম.পি, মন্ত্রীর ছবি আছে।
অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন আওয়ামী লীগ সমর্থক এ অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেন। নাম প্রকাশ না করে অভিযোগকারীরা বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক’ কর্মসূচীর আওতায় ৩য় ও ৪র্থ কিস্তির প্রাপ্ত বরাদ্ধ হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান হয়। উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন। অনুষ্ঠানের সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে। আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশের উন্নয়ন করে যাচ্ছেন। তারই কার্যালয়ে বিশেষ প্রকল্প বাস্তবায়নে আজকের এই অনুষ্ঠান। অথচ আজকের অনুষ্ঠানের ব্যানারে জাতির জনকের ছবি নাই। এমনকি প্রধানমন্ত্রীর ছবিও নেই। শুধু পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রীর ছবি দেয়া হয়েছে।
তারা বলেন, পরিবেশ ও বনমন্ত্রীর ছবিতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি থাকবে না কেন? উপজেলা প্রশাসন এর দায় এড়াতে পারে না। তাদেরকে জবাবদিহী করতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে বলেন, ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি দেয়ার কোনো ফরমেট নেই। সম্মানার্থে মন্ত্রী মহোদয়ের ছবি দেয়া হয়েছে। ওরা না বুঝে অভিযোগ করেছেন।
সর্বশেষ আপডেট: ১১ আগস্ট ২০২৩, ০৩:১০
পাঠকের মন্তব্য