ফ্রান্সে অবকাশ যাপন কেন্দ্রে আগুন, নিখোঁজ ১১

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
মুক্তিবাণী অনলাইন ডেক্স :

বুধবার ভোরে পূর্ব ফ্রান্সের একটি অবকাশ যাপন কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাড়িতে থাকা ১১ জনের খোঁজ এখনো পাওয়া যায়নি, কর্তৃপক্ষ জানিয়েছে।

প্যারিস থেকে প্রায় ৩১৫ মাইল পূর্বে জার্মান সীমান্তের কাছে একটি ছোট শহর উইন্টজেনহেইমেও ওই বাড়িতে স্থানীয় সময় সকাল ৬:৩০ মিনিটের দিকে আগুন ছড়িয়ে পড়ে। হাউট রাইনের প্রিফেকচার, যেখানে উইন্টজেনহেইম অবস্থিত, বলেছে ‘ভয়ঙ্কর অগ্নিশিখা’ ৫০০ বর্গ মিটার (৫,৪০০ বর্গফুট) কাঠামোর প্রায় ৩০০ বর্গমিটার (৩,২০০ বর্গফুট) গ্রাস করেছে।

কর্তৃপক্ষ ৭৬ জন দমকলকর্মী, চারটি ফায়ার ট্রাক এবং চারটি অ্যাম্বুলেন্স মোতায়েন করেছে এবং সকাল ৯টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, প্রিফেকচার এক বিবৃতিতে জানিয়েছে। ভবন থেকে ১৭ জনকে সরিয়ে নেয়া হয়েছে।

বাড়িটি গ্রীষ্মের ছুটিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অবকাশ যাপনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। দলটি উইন্টজেনহেইমের প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত একটি শহর ন্যান্সি থেকে পরিদর্শন করছিল, হাউট রিনের প্রিফেকচার এক বিবৃতিতে জানিয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, ‘দমকলকর্মীদের দ্রুত এবং সাহসী হস্তক্ষেপ সত্ত্বেও অনেকেই মারা গিয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই।’ সূত্র: সিএনএন।

সর্বশেষ আপডেট: ৯ আগস্ট ২০২৩, ১৬:১১
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও